পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গলায় ফাঁস লাগিয়ে এক নাবালিকার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন তেলটকা গ্রামে,পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নাবালিকার নাম পিয়ালী রায়,বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর,সূত্রে আরো জানা যায় সোমবার বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার-পরিজন, এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে,ঘটনার খবর পেয়ে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ,কি কারণে মৃত্যু গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ,অন্যদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি ওই পরিবারে নেমে আসে শোকের ছায়া।
চন্দ্রকোনারোডে গলায় ফাঁস দিয়ে কিশোরীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, পরিবারের দাবি ঘিরে ধোঁয়াশা।।












Leave a Reply