উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের ইসলামপুর ব্লক কমিটির উদ্যোগে আজ ইসলামপুর বিডিও অফিসে এক ডেপুটেশন প্রদান করা হয়। মূলত ১০০ দিনের কাজ দ্রুত চালু করার দাবি সহ মোট ৮ দফা দাবিকে সামনে রেখে আজকের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডেপুটেশনে কৃষকদের সুরক্ষার কথা মাথায় রেখে সারের কালোবাজারি বন্ধ করার বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়। কৃষিশ্রমিক ও প্রান্তিক চাষিদের স্বার্থে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে এই দাবি জানান বিক্ষোভকারীরা।
এই ডেপুটেশন শুধুমাত্র ইসলামপুরেই নয়, রাজ্যের প্রতিটি ব্লকের বিডিও অফিসে আজ একইসঙ্গে জমা দেওয়া হয়েছে বলে জানা যায়।
সারা ভারত কৃষক সভার জেলা কমিটির সদস্য বাজিল আক্তার বলেন, “এই দাবি রাজ্য সরকার যদি অবিলম্বে না মানে, তবে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো। কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আমরা লড়াই চালিয়ে যাব।”
Leave a Reply