চৌপতি, নিজস্ব সংবাদদাতা:- কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভে উত্তাল বিজেপি। রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করে বিজেপি কর্মী-সমর্থকরা। সেই সূত্রে মঙ্গলবার সন্ধ্যায় চৌপতি এলাকাতেও রাস্তায় নামে বিজেপি।
চৌপতির ব্যস্ততম সড়কে বিজেপি কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন, যা চলে প্রায় ৩০ মিনিট। এই অবরোধের জেরে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অফিস ফেরত মানুষ, অ্যাম্বুল্যান্স ও পরিবহণে সমস্যার সম্মুখীন হন অনেকেই।
ঘটনার সূত্রপাত কোচবিহারে বিরোধী দলনেতার কনভয়ে হামলা ও গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য দলীয় কর্মীদের রাজ্যজুড়ে প্রতিবাদে নামার নির্দেশ দেন। সেই ডাকে সাড়া দিয়েই বিজেপি কর্মীরা পথে নামেন।
বিজেপি নেতৃত্বের দাবি,
“বারবার বিরোধী নেতাদের উপর হামলা করে গণতন্ত্রকে রুদ্ধ করার চেষ্টা করছে তৃণমূল। এবার মানুষ তার জবাব দেবে।”
এদিকে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং অবরোধ তুলে দিতে বিজেপি কর্মীদের অনুরোধ করে। শেষে বিজেপির তরফ থেকে প্রতিবাদ কর্মসূচি স্থগিত করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
—
📌 ঘটনার সারাংশ (পয়েন্ট আকারে):
📍 ঘটনাস্থল: চৌপতি
🕕 সময়: মঙ্গলবার সন্ধ্যা
🚧 ঘটনা: শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ
🕒 সময়সীমা: প্রায় ৩০ মিনিট
🛑 প্রভাব: ব্যাপক যানজট, সাধারণ মানুষের দুর্ভোগ
🗣️ নেতৃত্বের প্রতিক্রিয়া: রাজ্য বিজেপি সভাপতির প্রতিবাদ নির্দেশ অনুযায়ী বিক্ষোভ
👮 পুলিশের ভূমিকা: পরিস্থিতি শান্ত রাখে, অবরোধ তুলে নেওয়ার অনুরোধ
Leave a Reply