দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিপাকে পড়লেন দক্ষিণ ২৪ পরগনার একদল মৎস্যজীবী। অভিযোগ, বাংলাদেশের একটি যুদ্ধজাহাজ এসে আটক করেছে ভারতীয় ট্রলার ‘এফবি পারমিতা’-কে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ফেয়ার ওয়ে বয়া সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায়।
আটক হওয়া ট্রলার থেকে মোট ১৪ জন ভারতীয় মৎস্যজীবীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের মোংলার দিগরাজ নৌঘাঁটিতে। সেখানেই তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।
ঘটনার জেরে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ও মৎস্যজীবী মহলে তীব্র উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়েছে। পরিবারগুলোর পক্ষ থেকে যথাযথ কূটনৈতিক হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, সোমবার এই ১৪ জন মৎস্যজীবীকে বাংলাদেশের বাগেরহাট আদালতে তোলা হবে।
স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ, মাঝে মধ্যেই সীমান্তবর্তী জলে মাছ ধরতে গিয়ে এ ধরনের বিপদের মুখোমুখি হতে হয়। তবে এভাবে যুদ্ধজাহাজ পাঠিয়ে ভারতীয় মৎস্যজীবীদের আটক করার ঘটনা সচরাচর ঘটে না।
✅ সংবাদে নজরকাড়া পয়েন্ট:
- আটক ট্রলারের নাম: এফবি পারমিতা
- মোট আটক: ১৪ জন মৎস্যজীবী
- স্থান: ফেয়ার ওয়ে বয়া সংলগ্ন গভীর সমুদ্র
- জিজ্ঞাসাবাদের স্থান: মোংলা, দিগরাজ নৌঘাঁটি
- আদালতে পেশ: বাগেরহাট আদালত, সোমবার
Leave a Reply