সাগরদিঘী পাড়ে শহীদ রবীন, বিমান ও হায়দারের আত্মত্যাগকে সম্মান জানালেন তৃণমূল নেতৃত্ব।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  “শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ”—এই মন্ত্রকে সামনে রেখে সোমবার কোচবিহারের সাগরদিঘী পাড়ে এক শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস।
এই স্মরণসভায় শহীদ রবীন, বিমান ও হায়দারদের আন্দোলন এবং আত্মত্যাগকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন দলের নেতা ও কর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ আরও বহু বিশিষ্ট তৃণমূল নেতা ও কর্মীবৃন্দ।

শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তৃতায় তৃণমূল নেতৃত্ব জানান—
“এই শহীদদের আত্মত্যাগই আগামীদিনের সংগ্রামের চালিকাশক্তি। তাঁদের প্রেরণাতেই এগিয়ে চলবে লড়াই।”

তৃণমূলের দাবি, এই শ্রদ্ধানুষ্ঠান কোনও প্রথাগত কর্মসূচি নয়, বরং নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে সংযুক্ত করে, আন্দোলনের মাটিতে তাঁদের চেতনায় উদ্বুদ্ধ করাই এই কর্মসূচির উদ্দেশ্য।


সংবাদের গুরুত্বপূর্ণ দিকগুলো সংক্ষেপে:

  • 📍 স্থান: সাগরদিঘী, কোচবিহার
  • 🕊️ উদ্দেশ্য: শহীদদের প্রতি শ্রদ্ধা ও প্রেরণা
  • 👥 উপস্থিত নেতৃত্ব: রবীন্দ্রনাথ ঘোষ, পার্থ প্রতিম রায়, নুরুল আমিন চৌধুরী
  • 🗣️ বার্তা: আন্দোলনের প্রেরণা শহীদদের আত্মত্যাগ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *