বারাসাত, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রাকে ঘিরে ধন্দুমার কান্ড বারাসাতে। ভাঙচুর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির অফিস। অভিযোগের তীর মিছিলে আগত বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। বুধবার বারাসাতের নওপাড়া কালীবাড়ির মাঠ থেকে কন্যা সুরক্ষা যাত্রার সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকরা সেই মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল কলোনি মোড় থেকে বারাসাত রেল ব্রিজ পার করে চাঁপাডালি মোড়ে আসতেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিজেপির অভিযোগ আইএনটিটিইউসির অফিস থেকে মিছিলের ওপরে হামলা ও কটুক্তি চালানো হয়। তার পরিচিতিতে ই বিজেপি কর্মী সমর্থকরা প্রতিবাদ জানান। অন্যদিকে তৃণমূলের অভিযোগ মিছিল থেকে উদ্দেশ্যে প্রমাণিত ভাবে বিজেপি কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীর প্ররোচনায় তৃণমূল শ্রমিক সংগঠনের অফিসে হামলা চালায় এবং ভাঙচুর চালায়। ছিড়ে ফেলে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত পোস্টার ও ব্যানার। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিছিল শেষ হয় টাকি রোড সংলগ্ন শতদল ময়দানে। সেখানে শুভেন্দু, জনসভায় বক্তৃতা করেন। জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশী মুসলমান ও রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সরব হন তিনি।
শুভেন্দুর মিছিল ঘিরে বারাসাতে রণক্ষেত্র, মুখ্যমন্ত্রীর ছবি ছেঁড়া ও অফিসে হামলার অভিযোগ।

Leave a Reply