সাগর, নিজস্ব সংবাদদাতা :- পরিবেশ সুস্থ থাকলে তবেই আমরা সুস্থ থাকব’-এই বার্তা নিয়েই হুগলির মহানাদ গ্রামের যুবক সাগর কর রওনা নিয়েছিলেন গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমে।তাঁর উদ্দেশ্য, মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়ানো। পেট্রোল-ডিজেল নয়, একেবারে সাইকেলে চেপেই পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিচ্ছেন নানা প্রান্তে। সাগরের এবারের যাত্রাপথের গন্তব্য সুন্দরবন।
ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমে। যাত্রাপথে পথে পথে ঘোমে গাছ লাগানো, জল অপচয় রোধ এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে। তাঁর গায়ে থাকা গেঞ্জিতেলেখা- গ্রিন বাংলা, ক্লিন বাংলা’, ‘পরিবেশকে সুস্থ রাখুন’ ইত্যাদি সচেতনতামূলক বার্তা। সাগর জানিয়েছেন, ‘সাইকেল পরিবেশ বান্ধন। এতে কোনও দূষণ নেই পেট্রোল বা ডিজেল লাগে না। আমি চাই মানুষ বুঝুক, দৈনন্দিন জীবনে পরিবেশ-বান্ধব বিকল্প ব্যবহারের গুরুত্ব কতটা।’ বলা বাহুল্য, সাগর শুধু সুন্দরবন নয়, অতীতেও বহু গুরুত্বপূর্ণ স্থানে গিয়েছেন সাইকেলে করে।কন্যাকুমারী, তিরুপতি বালাজী, দক্ষিণেশ্বর, কালীঘাট সব জায়গাতেই তাঁর একটাই উদ্দেশ্য ছিল- পরিবেশ রক্ষা। সাগরের মতে, সুন্দরবন শুধু একখানা বন নয়, এটা আমাদের অস্তিত্বের রক্ষাকবচ একে রক্ষা করতেই হবে। আমি প্রত্যেকটি এলাকায় গিয়ে মানুষকে বোঝাতে চাই পরিবেশ ধ্বংস হলে, শেষমেশ আমরাও রক্ষা পাব না। সাগরের আগামী গন্তব্য বকখালি। সেখানেও তিনি সচেতনতা বার্তা পৌঁছে দেবেন বলে জানান। সাগরের কথায়, আসুন, আমরা সবাই মিলে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার শপথ নিই। পরিবেশ বাঁচলে তবেই মানুষ বাঁচবে।’
সাইকেলে সাগর করের পরিবেশযাত্রা: কপিলমুনি আশ্রমে পৌঁছে ছড়ালেন সচেতনতার আলো।

Leave a Reply