বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বছর ঘুরলেও মেলেনি অভয়া / তিলোত্তমা / কাদম্বিনীর ন্যায় বিচার। সেই অভিযোগে ফের “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান তুলে বালুরঘাটের পথে নাগরিক মঞ্চ। শনিবার সন্ধ্যায় ফের রাস্তা দখল করলেন কয়েক শত মহিলা পুরুষ। বালুরঘাটের থানামোড় থেকে শুরু হয় মিছিল। হাতে মশাল ও মোমবাতি নিয়ে আওয়াজ ওঠে “উই ওয়ান্ট জাস্টিস”। ন্যায়ের দাবিতে মিছিলে পায়ে পা মেলান শহরে বিশিষ্ট ব্যক্তিত্ব সহ সাধারণ নাগরিকরা। মিছিলের প্রথমে মশাল, অন্যান্যদের হাতে মোমবাতি বা প্লাকার্ড। থানামোড় থেকে শুরু হয়ে, ডানলপ মোড়, বড়বাজার, বাসস্ট্যান্ড হয়ে পুনরায় থানা মোড় এসে মিছিল শেষ হবে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত বালুরঘাট নাগরিক মঞ্চের আন্দোলন চলতে থাকবে বলে জানান উদ্যোক্তারা।
অভয়া-তিলোত্তমা-কাদম্বিনীর ন্যায়ের দাবিতে বালুরঘাটে মিছিল।

Leave a Reply