কাজের সন্ধানে মুম্বাই গিয়ে প্রাণ হারালেন মোথাবাড়ির যুবক।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- এক সপ্তাহের ব্যবধানে ভিন রাজ্যের দু দুজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া মোথাবাড়ি এলাকায়।
*এলাকায় কাজ না পেয়ে মালদা জেলার গ্রামবাংলা থেকে কাতারে কাতারে শ্রমিক ভিন রাজ্যে চলে যাচ্ছে বলে বিরোধীদের অভিযোগ*

মোথাবাড়ির বাজার পাড়ার বাসিন্দা অনুপ ঘোষ চলতি বছরের এপ্রিল মাসে পেটের তাগিদে পাড়ি দেয় মুম্বাই এর বিক্রমনগর এলাকায় ।।
তবে গত ২৮ জুলাই কাজ করতে করতে উচু জায়গা থেকে পড়ে গিয়ে সে আহত হয়। সেদিনই স্থানীয় এক হসপিটালে তাকে ভর্তি করা হয় এবং ৭ আগস্ট তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন তার মাথায় আঘাত লেগেছিল উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে ।।

ছেলেটির বাড়িতে স্ত্রী, তিন বছরের এক ছোট্ট শিশু ও একটি প্রতিবন্ধী বোন রয়েছে। অন্যদিকে বাড়িতে প্রায় ৭০ বছরের অসুস্থ বাবা ।। অসুস্থ বাবা দুই বছর আগেই নিজের স্ত্রীকে হারিয়েছেন, সেই শোক কাটিয়ে উঠতে পারেননি তার মধ্যেই আবার ছেলের অকাল মৃত্যুতে শোকে পাথর হয়েছেন তিনি ।।

পরিবারের একমাত্র উপার্জনকারি ছিলো সেই অনুপ ঘোষ ।।

অনুপের মৃত্যুতে গোটা পরিবার দিশহারা হয়ে পড়ে। শুক্রবার তার মৃতদেহ গ্রামে ফিরে আসলে গোটা মোথাবাড়ি বিধানসভা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃত শ্রমিকের বাবা সুধাংশু ঘোষ জানিয়েছেন এলাকাতে আমার ছেলে কাজ করছিল। কিন্তু ঠিকমত মজুরি পাচ্ছিলনা বলে সে বোম্বে চলে যায় গত এপ্রিল মাসে । এখন ও এই ভাবে মারা যাওয়াই আমার সংসার কি করে চলবে বুঝতে পারছি না !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *