দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ রাখি বন্ধন এবং এই শুভ দিনে অনুষ্ঠিত হয়েগেলো ফরিদপুর ইনভেস্টিগেশন সেন্টার উদ্যোগে 4 টা স্কুল মিলে বেশ কিছু ছাত্রছাত্রীদের বই বিতরণ অনুষ্ঠান । মোট ৪ বিদ্যালয় টি এন হাই স্কুলে গার্লস স্কুল পলাশডিহা হাই স্কুল ও আড়ি মডেল স্কুল দুস্ত ছাত্র ছাত্রীদের বই বিতরণ অনুষ্ঠান আনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআই দুর্গাপুর রনবীর কুমার বাগ, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে, দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্নেহামিতা মন্ডল, ফরিদপুর আইসি মদনমোহন দত্ত। এবং সর্ব শেষে ভাত্রী বন্ধনের আবদ্ধ হয় রাখি পড়িয়ে ।
দুর্গাপুরে চার স্কুলের ছাত্রছাত্রী পেল বই, শেষে পালন হলো রাখি বন্ধন।

Leave a Reply