পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ইঞ্জিন ট্রলি উল্টে আহত চালক, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৬ নম্বর আগরা অঞ্চলের উপরশোল এলাকায়, সূত্রে জানা গিয়েছে শুক্রবার চারজন কে নিয়ে ওই ইঞ্জিন ট্রলিটি ধাদিকার দিকে যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উপরশোল এলাকায় উল্টে যায়, ঘটনায় ইঞ্জিন ট্রলি নিচে চাপা পড়ে যায় চালক, এরপর স্থানীয়দের তৎপরতায় ওই আহত চালককে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ইঞ্জিন ট্রলি, আহত চালক হাসপাতালে।

Leave a Reply