মধ্যারাঙ্গ আশ্রমে হাজারো ভক্তের সমাগম, রাখী ও ঝুলন উৎসবে উপস্থিত সাংসদ মিতালী বাগ।

হুগলি, নিজস্ব সংবাদদাতা:-  শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের ১৪৬তম জন্মোৎসব উপলক্ষে হুগলির মধ্যারাঙ্গ শ্রী শ্রী নিগমানন্দ সরস্বত সংঘে ঝুলন উৎসব ও রাখি বন্ধন উৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে কয়েকটি গ্রাম। হাজারো ভক্তের সমাগমে আশ্রম চত্বর হয়ে ওঠে ভক্তি ও আনন্দের মিলনক্ষেত্র।

অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হুগলি গ্রামীণ পুলিশের খানাকুল থানা ও আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্ত্তীর নেতৃত্বে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ। তিনি সাধারণ মানুষের সঙ্গে বসে ভোগ প্রসাদ গ্রহণ করেন, ছোটদের হাতে রাখি পরিয়ে আশীর্বাদ দেন এবং গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম জানান। ভক্তরা জানিয়েছেন— “এমন সাংসদ আমরা আগে দেখিনি। মা-মাটির মিতালী আজ আমাদের পাশে থেকে সত্যিই মন জয় করেছেন।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *