কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- উৎসবপ্রিয় বাঙালির কাছে বরাবরের মতোই আলাদা মাত্রা এনে দিল আমহার্স্ট স্ট্রীট। কালীপুজোর সূচনার প্রথম ধাপ—খুঁটিপুজো—এবারও সম্পন্ন হলো বিপুল জাঁকজমকের মধ্য দিয়ে। এদিনের খুঁটিপুজো ঘিরে চত্বর হয়ে ওঠে রঙিন উৎসবের আসর, যেন এক চাঁদের হাট বসেছে।
পূজো সংগঠক প্রিয়াল চৌধুরী জানান, “পূজো কেবল আচার নয়, মানুষের মনে আনন্দের সঞ্চার করাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, চৌরঙ্গীর বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়, বজবজের বিধায়ক অশোক দেব, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বকশি, তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা স্মিতা বকশি সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
সমগ্র পুজোর আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন পৌরমাতা সোমা চৌধুরী এবং পিয়াল চৌধুরী।
মন্ত্রী-প্রতিনিধিদের উপস্থিতিতে জাঁকজমক খুঁটিপূজো আমহার্স্ট স্ট্রীটে।

Leave a Reply