আমতা, হাওড়া, নিজস্ব সংবাদদাতা :- গ্ৰামীণ আমতার বিভিন্ন এলাকা সহ সমগ্ৰ পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে বিগত ১১ বৎসর ধরে আমতার ” দীপ শিখা ওয়েল ফেয়ার সোসাইটি ” নিরলস ভাবে নানান সমাজ উন্নয়নমূলক কর্মসূচি গ্ৰহণ করে কাজ করে চলেছে। সংগঠন রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমতা ৬১ এ বাসস্ট্যান্ডে রাখি বন্ধন উৎসব যথেষ্ট মর্যাদার সঙ্গে পালন করলো।এই সংগঠনের সদস্য – সদস্যরা পথ চলতি মানুষ,টোটো – বাস,ভ্যান চালক,মোটর বাইক আরোহী,চারচাকা যানবাহনের চালক, সহকারী চালক, যাত্রী সাধারণের হাতে রাখি বেঁধে – মিষ্টি মুখ করিয়ে তাদের ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে নেন।তারা শপথ নিলেন প্রত্যেকে আমরা প্রত্যেকের সুখে – দুঃখে ,একে অপরের পাশে থাকবো।একে অপরের সমস্যা ভাগ করে নিয়ে সমস্যা সমাধানে সবাই এগিয়ে আসবো। এই অনুষ্ঠানে ভাষার সাম্রাজ্যবাদ রক্ষার বার্তা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাস্কর্য শিল্পী অনাথ বন্ধু মোসেল, ফিজিওথেরাপিস্ট অলমেষ বাগ, সংগঠনের কর্ণধার ও সম্পাদক দিলীপ চক্রবর্তী, সভাপতি স্বপন দাস,সহ সম্পাদক কেকানাথ চক্রবর্তী, কোষাধ্যক্ষ প্রণব চক্রবর্তী,সহ সভাপতি সঞ্জয় গঙ্গোপাধ্যায় সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগঠনের সভাপতি স্বপন দাস বলেন, আমরা মেডিক্যাল ক্যাম্প,শিক্ষার প্রসার ও বিস্তার,দুঃস্থ ছাত্র -ছাত্রীদের সাহায্য,সুস্থ সংস্কৃতির মেল বন্ধনে নানান কর্মসূচি গ্ৰহণ করে তা যথাযথ ভাবে পালন করে চলেছি ” । তিনি এও বলেন, ” বর্তমানে বাংলা ভাষার যে বিভাজন করার চেষ্টা চলছে তারই পরিপ্রেক্ষিতে বাংলা ভাষা রক্ষার্থে আমরা সবর্ত্র ভাবে সচেষ্ট। আমরা কোনো ভাবেই – কোনো পরিপ্রেক্ষিতে বাংলা ভাষার মর্যাদা ক্ষুণ্ন হতে দেব না ” । সংগঠনের কর্ণধার ও সম্পাদক দিলীপ চক্রবর্তী বলেন, ” সারা রাজ্যের বিভিন্ন জেলায় আমরা সমাজসেবা মূলক কর্মসূচি গ্ৰহণ করে কাজ করছি।আমরা খুব শীঘ্রই মোবাইল ভ্যান মেডিক্যাল ইউনিট চালু করতে চলেছি। শিক্ষা – স্বাস্থ্য – সুস্থ সংস্কৃতি রক্ষায় নানান কর্মসূচি গ্ৰহণ করে কাজ করবো।সুস্থ সমাজ,সুস্থ পরিবেশ গঠনের জন্য আমরা রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্ৰহণ করে কাজ করবো ” ।
রাখি বন্ধন উৎসবে সমাজসেবা ও ভাষা রক্ষার অঙ্গীকার আমতায়।

Leave a Reply