পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৮ দফা দাবি’র লক্ষ্য নিয়ে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন ও অধিকার সমাবেশের আয়োজন করা হয় ISF এর পক্ষ থেকে, এই দিন উপস্থিত ছিলেন ভাঙ্গরের বিধায়ক তথা ISF এর চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী, পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবসকে সামনে রেখে এবং পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজয়ানকে ধরে রাখতে বৃক্ষরোপণ করা হয় এই দিন, পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ও তৃণমূলকে নিশানা করলেন নওসাদ সিদ্দিকী, এই দিন তিনি বলেন SIR নিয়ে বিজেপি হয়রানির করার চেষ্টা করছি এবং তৃণমূল আতঙ্কিত করার চেষ্টা করছে,ফলে বিজেপি আর তৃণমূল ভোটকে ভাগ করার চেষ্টা করছে, ইতিমধ্যেই রাজ্যে ১৩ বার SIR হয়েছে, তবে একে বন্ধ করা যায় না, তুই স্পষ্ট ভাবে বলে দিলেন এই বিষয় আতঙ্কিত হবেন না যদি কেউ হয়রানি করার চেষ্টা করে তার পাশে এসে দাঁড়াবো, অন্যদিকে অভয়া কাণ্ড নিয়ে তৃণমূল ও বিজেপিকে নিশানা করলেন নওসাদ সিদ্দিকী, তিনি বলেন অভয়ার বিচার এখনো বিজেপি ও তৃণমূলের কারণেই পাইনি, যেহেতু এই ঘটনার সঙ্গে বড় বড় নেতার ছেলেমেয়েরা জড়িত রয়েছে তাই বিজেপিকে ম্যানেজ করিয়ে নিয়েছে, আমরা এর বিচারের জন্য সংগ্রাম চালিয়ে যাব, পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাব তাতে বাধ্য হবে দোষীদের শাস্তি দিতে, মূলত নারীদের নিরাপত্তা সহ একাধিক রাজ্যের পরিস্থিতি নিয়ে ৯ই আগস্ট থেকে ১৫ ই আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবে বলে এই দিন স্পষ্ট জানিয়ে দিলেন ভাঙ্গরের বিধায়ক নওসাদ সিদ্দিকী।
৮ দফা দাবি’র লক্ষ্য নিয়ে গোয়ালতোড়ে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন ও অধিকার সমাবেশ ISF এর,উপস্থিত বিধায়ক নওসাদ সিদ্দিকী।

Leave a Reply