পূর্ব মেদিনীপু, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষারত্ন ডঃ মৌসুম মজুমদারের জন্ম মাস কে সামনে রেখে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের একটু বেসরকারি আবাসনে আস্তারা স্পোর্টস এন্ড কালচার অ্যাসোসিয়েশন ও মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, পাশাপাশি ক্যান্সার রোগীদের স্বার্থে চুল দান ও পৃথিবীর ভারসাম্যতা রক্ষার্থে এবং সবুজায়েন কে ধরে রাখতে চারা গাছ বিলি করা হয় সংস্থার পক্ষ থেকে, জানা গিয়েছে এই দিন এই রক্তদান শিবিরে শতাধিক রক্ত দাতা রক্ত দান করেন,এই দিন উপস্থিত ছিলেন সংস্থার বিভিন্ন কর্মকর্তা সহ এলাকার বিভিন্ন সমাজ সেবীরা।
আস্তারা স্পোর্টস ও মেদিনীপুর কুইজ কেন্দ্রের যৌথ উদ্যোগে শতাধিক রক্তদাতা।

Leave a Reply