পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় সরকারের নাম করে এলাকায় চলছিল সার্ভে, সন্দেহ হতেই দুইজনকে আটক করল পুলিশ, ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোডের দুর্লভগঞ্জ এলাকায়,সূত্রে জানা গিয়েছে রবিবার বিকেলে এলাকার প্রত্যেকটি বাড়িতে গিয়ে সার্ভে করছিল দুই ব্যক্তি, খবর পেয়ে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই ব্যক্তিকে আটক করে, জানা গিয়েছে ওই দুই ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমান জেলায়, যার মধ্যে একজনের নাম অনিকেত পাল, যদিও অনেকেত জানিয়েছে BDO কে মেইল করে সমস্ত তথ্য দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে, যদিও BDO র কাছে এই সার্ভের কোনরকম তথ্য নেই পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছেও এই তথ্য নেই। ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে দিয়েছে এলাকা জুড়ে।
গোপন তথ্য সংগ্রহ সন্দেহে পূর্ব বর্ধমানের দুই যুবককে আটক করল পুলিশ।

Leave a Reply