পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে দুটো পরল মালবোঝাই লরি, ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের, আহত একাধিক,ঘটনাকে ঘিরে তীব্র চঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার সিদ্ধা বাজারে, ঘটনায় জানা গিয়েছে শনিবার রাতে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে খড়গপুরগামী একটি মাল বজায় লরি দ্রুত গতিতে যাওয়ার পথে সিদ্ধা বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে লরিটি, ঘটনায় মৃত্যু হয় তিনজনের, আহত হয় একাধিক,তবে মৃতের সংখ্যা আরো বাড়িতে পারে বলে অনুমান স্থানীয়দের,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে, তবে মৃত ব্যক্তিদের নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
চায়ের দোকানে ঢুকে পড়ল মালবোঝাই লরি, পাঁশকুড়ায় তীব্র চাঞ্চল্য।

Leave a Reply