পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের শুকনাতোড় সম্রাট স্পোটিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়, রবিবার ছিল তার শেষ দিন, আর শেষ দিনে ফাইনাল প্রতিযোগিতায় দোমুয়ানি ইসলামিয়া ক্লাব ও সারেঙ্গা জঙ্গলমহল একাদশীর মধ্যে তিন গোলে বিজয়ী হয় দোমুয়ানি ইসলামিয়া ক্লাব,এইদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনদাদুল পাঠান,শাহেনশা পাঠান, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রাম পাল,বিশ্বজিৎ সরকার,সম্পাদক রাজিব ঘোষ,মানস নায়েক,সাগর মন্ডল,স্মৃতি রঞ্জন দত্ত,আবুল ফজল সাহা,আজিমউদ্দিন মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, তবে এই শেষ দিনের ফাইনাল ফুটবল প্রতিযোগিতায় যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করে গিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।
তিন গোলে জয়, ফাইনালে উচ্ছ্বাস ফুটবলপ্রেমীদের।

Leave a Reply