মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা :- তীর্থ যাত্রী শিব ভক্ত শরণার্থীদের
সুবিধার জন্য পুলিশের মানবিক উদ্যোগ, বড়ঞা থানার এএসআই মনিরুল ইসলাম নিজে হাতে সারালেন রাস্তার গর্ত
মুর্শিদাবাদের
বড়ঞা থানার অন্তর্গত সাইথিয়া-কান্দি রাজ্য সড়কের আন্দী এলাকায় এক নজিরবিহীন মানবিকতার নিদর্শন দেখা গেল। শ্রাবণ মাসের শেষলগ্নে শিব ভক্তদের ভিড়ে মুখরিত এই রাস্তায় তীর্থযাত্রীদের সুবিধার জন্য নিজেই রাস্তার গর্ত সারাইয়ের কাজে হাত লাগালেন বড়ঞা থানার এএসআই মনিরুল ইসলাম।
বহরমপুরের ভাগীরথী গঙ্গা থেকে জল তুলে হাজার হাজার তীর্থ যাত্রী শিব ভক্ত শরণার্থীরা
পায়ে হেঁটে তারকেশ্বরের দিকে তীর্থযাত্রা করছেন। কিন্তু এই রাজ্য সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় তীর্থযাত্রীদের চলাচলের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। এই বিষয়টি নজরে আসার পর, কাঁওয়ারিয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে এএসআই মনিরুল ইসলাম ইট এবং অন্যান্য সামগ্রী নিয়ে নিজেই সেই গর্তগুলো ভরিয়ে দেন।
পুলিশ অফিসারের এই অপ্রত্যাশিত কাজ দেখে স্থানীয় মানুষজন অবাক হয়ে যান। পুলিশ শুধু আইনরক্ষক নয়, সাধারণ মানুষের সেবায়ও নিয়োজিত— এই ভাবনাকে তিনি আরও একবার প্রতিষ্ঠা করলেন। এলাকার বাসিন্দারা এএসআই মনিরুল ইসলামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং তার কাজের প্রশংসা করেছেন। তীর্থযাত্রার এই গুরুত্বপূর্ণ সময়ে পুলিশের এমন জরুরি পদক্ষেপ সত্যিই প্রশংসার যোগ্য। এই ঘটনা প্রমাণ করে, পুলিশ সাধারণ মানুষের পাশে থেকে তাদের সাহায্য করতে সর্বদা প্রস্তুত।
মুর্শিদাবাদে তীর্থপথে সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের হাতে মেরামতি কাজ।

Leave a Reply