সামশেরগঞ্জ, রবিবার, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন নির্বাচনের আগে শক্তি বাড়াতে মাঠে নেমে পড়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। রবিবার দুপুরে সামশেরগঞ্জের হাউসনগর ব্রিজ সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে প্রতাপগঞ্জ অঞ্চলের কোহিতপুর গ্রাম থেকে প্রায় ৫০ জন তরুণ আনুষ্ঠানিকভাবে আইএসএফে যোগদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক সভাপতি মইদুল হক, সহ-সভাপতি এসাহাক, ব্লকের অন্যতম নেতা ইসলাম সেখ, ব্লক সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রতাপগঞ্জ অঞ্চল সভাপতি শফিকুল শেখ, তিনপাকুড়িয়া অঞ্চল সভাপতি আমির সোহেল, বোগদাদনগর অঞ্চল সভাপতি রমজান শেখসহ অঞ্চল ও ব্লক স্তরের বহু নেতৃত্ব। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান ব্লক সভাপতি।
যোগদানকারীদের এক তরুণ জানান, “আইএসএফ বিধায়ক ও চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর আদর্শ ও সংগ্রামের পথ আমাদের অনুপ্রাণিত করেছে। তাই আজ একসঙ্গে আইএসএফ পরিবারে যোগ দিলাম।”
বক্তারা দাবি করেন, এই যোগদান প্রক্রিয়া আগামী দিনে আরও গতি পাবে। জনআস্থা ও মানুষের অধিকার রক্ষায় আইএসএফের সংগ্রাম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন নেতৃত্বরা। নবাগতদের দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক দায়িত্ব সম্পর্কেও অবহিত করা হয়।
Leave a Reply