দুই শতাধিক বছরের সারেঙ্গা শিবমন্দিরে বিশেষ পূজা ও প্রসাদের আয়োজন।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসটা সাধারণত শিবের জন্ম মাস বলে ধরা হয়, তাই এই মাসে প্রতি সোমবারে শিবের আরাধনা করা হয় ভক্তি সহকারে। এই মাস ভোর, তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় যেমন বহু মানুষ জল ঢালতে যান তেমনি মন্দিরে মন্দিরে সোমবারে সকাল-সন্ধ্যায় বাবার বিশেষ পূজা হয়। সাঁকরাইল থানার অন্তর্গত সারেঙ্গা শিবতলা শিব মন্দিরে তার ব্যাতিক্রম দেখা গেল না। সারেঙ্গা শিবতলা শিব পূজো বহু প্রাচীনকাল ধরে হয়ে আসছে প্রায় দুই শতাধিক পুরনো এই এলাকার শিবের অধিষ্ঠান। কথিত আছে একটি বটগাছের নিচে বাবাকে সবাই ভক্তি ভরে পূজা করতেন গ্রামবাসী বৃন্দ ক্রমে ক্রমে সেই স্থানে একটি বেদি আকারের রূপান্তরিত করেন গ্রামের সকল বাসিন্দাগণ পরে বেদীর পাশে বাবার শিব মন্দির প্রতিষ্ঠিত করেন। বর্তমানে সারেঙ্গা শীতলা শিবমন্দির খুবই জাগ্রত হিসাবে পরিচিত। প্রতিবছরই শ্রাবণ মাসে ১৭ তারিখে মহা ধুমধামে সহিত বাবার পূজা হয় এবং এলাকার গ্রামবাসী বৃন্দ ভক্তিভরে বাবার প্রসাদ গ্রহণ করেন।, ঠিক তেমনি শ্রাবণ মাসে সোমবার সকাল এবং সন্ধ্যায় বাবার পুজো হয় সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি এবং ভোগের ব্যবস্থা করা হয়। শ্রাবণ মাসের শেষ সোমবার সন্ধ্যায় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন, কমিটি পক্ষ থেকে যেমন পায়েস, খিচুড়ি আয়োজন করা হয়েছিল তেমনি গ্রামবাসীরাও পলোয়া, আলুর দম পিঠে বিভিন্ন পদ সাজিয়ে বাবার প্রসাদের আয়োজন করেছিলেন। লম্বা সাড়ি ভাবে দাঁড়িয়ে বাবার প্রসাদ গ্রহণ করতে দেখা গেল আবাল বৃদ্ধবনিতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *