নিজস্ব সংবাদদাতা, মালদা:- বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে মালদাতেও সাড়ম্বরে পালিত হল কন্যাশ্রী দিবস। এই দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদা শহরে নজরে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে কন্যাশ্রী দিবস পালন অনুষ্ঠান আয়োজন করা হয়।যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।’ এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর চৈতালী ঘোষ সরকার সহ আরও অনেকেই। শুরুতেই কন্যাশ্রী দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের কন্যাশ্রীমেয়েরা নাচ, গান সহ নানান অনুষ্ঠান পরিবেশন করেন। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস উপলক্ষে কন্যাশ্রী মেয়েদের পুরস্কৃত করা হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ কাজের জন্য কন্যাশ্রী মেয়েদের সম্মানিত করে তাদের উৎসাহিত করেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা।
বিশেষ অবদানের জন্য কন্যাশ্রীদের সম্মাননা, উপস্থিত জেলাশাসক ও বিশিষ্টজনেরা।

Leave a Reply