কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- বেআইনিভাবে একটি বহু তল তৈরি করা হচ্ছে। তার প্রতিবাদ করার জন্য মার এবং ধর্ষণের হুমকি। নির্মীয়মান আবাসন থেকে বাথরুমে উঁকি মারতো রাজমিস্ত্রিরা। আজ তার প্রতিবাদ করায় মহিলাকে বেধড়কভাবে মারধরের অভিযোগ উঠল। তার অভিযোগ, মুখ চেপে ধরে টেনে আবাসনে নিয়ে যায় চারিদিক অন্ধকার থাকে আমি ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। আমাকে বলে মুখ বেঁধে ধর্ষণ করে রেখে দেব কি করবি করে নে। বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করে মহিলাকে আঘাত করেছে। ঘটনাটি ঘটেছে বরানগর পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহারাজা নন্দকুমার রোড এলাকায়। দিনের পর দিন ওই আবাসন থেকে রাজমিস্ত্রিরা তাকে কটুক্তি করত বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় আবাসনের মধ্যে পড়ে থাকলে সেখান থেকে তার বাবা উদ্ধার করে নিয়ে আসে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। তার প্রাথমিক চিকিৎসার পর বরানগর থানায় ও লিখিত অভিযোগ দায়ের করে ওই মিস্ত্রিদের বিরুদ্ধে ।
রাজমিস্ত্রিদের কটুক্তি ও হুমকির শিকার, গুরুতর জখম নারী হাসপাতালে ভর্তি।

Leave a Reply