নিজস্ব সংবাদদাতা, মালদা:–মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন। শুক্রবার সকালে জেলা প্রশাসন ভবনের সামনে জেলাশাসক নীতিন সিংহানিয়া জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেন। তারপর কুচকাওয়াজ ও নেতাজীর মূর্তিতে পুষ্পার্ঘ প্রদান করে দিনটিকে শ্রদ্ধা জানানো হয়। এই উপলক্ষে জাতীয় সংগীত ও জাতীয় নিত্যের মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়।প্রশাসনিক ভবন চত্বরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিযুষ সালংকে, অনিন্দ্য সরকার, দেবাহুতি ইন্দু সহ বিভিন্ন অধিকার।
কুচকাওয়াজ, পুষ্পার্ঘ অর্পণ ও জাতীয় সংগীতে স্বাধীনতার মহিমা উদযাপন মালদায়।

Leave a Reply