পূর্ব বর্ধমাণ, নিজস্ব সংবাদদাতা:- ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ৭ ও ১২ নম্বর ওয়ার্ড সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে রক্তদান ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করা হয়।
পূর্ব বর্ধমান জেলা মেমারি নতুন বাসস্ট্যান্ডের সামনে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ৪০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখে সূচনায় মহিলা রক্ত দেন। একইসঙ্গে দৃষ্টিদীপ আই ইন্সটিটিউটের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরে বহু মানুষের ভিড় দেখে যায়। ৭ ও ১২ নম্বর ওয়ার্ড সাংস্কৃতিক ফোরামের সভাপতি তথা মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী জানান এবারে ৭ ও ১২ নম্বর ওয়ার্ড সাংস্কৃতিক ফোরামের অনুষ্ঠান ২৫ বর্ষ । তিন দিন ধরে চলবে নানান অনুষ্ঠান।
দৃষ্টিদীপ আই ইন্সটিটিউটের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা।

Leave a Reply