নিজস্ব সংবাদদাতা, মালদা: ঝমঝমিয়ে বৃষ্টি।দুর্যোগপূর্ণ আবহাওয়া। সেই সুযোগে পুলিশকর্তার বাড়িতে রাতের অন্ধকারে ডাকাতির ছক কষে ছিল একদল দুষ্কৃতী। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট জায়গায় জড়ো হয়ে ছিল তারা। যদিও শেষ মুহূর্তে রাতে টহলরত দুই সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় ভেস্তে যায় পরিকল্পনা। বিশাল পুলিশবাহিনী এসে তিন দুষ্কৃতী কে গ্রেফতার করে। বেশ কয়েকজন পালিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের এই সাফল্যে প্রশংসা এলাকাবাসীর। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় পশু হাসপাতালের কাছে সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্তা বিপ্লব দাসের বাড়ি। যিনি এই মুহূর্তে দার্জিলিং জেলায় কর্মরত। বাড়িতে কেউ থাকে না। ঘড়ির কাটায় রাত তখন ২ টো বাজে। রাতে ছিল দুর্যোগপূর্ণ আবহাওয়া। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। প্রায় ১০ জনের ডাকাত দল সেখানে ডাকাতির উদ্দেশ্যে আসে। তারা ভেবে ছিল এই দুর্যোগপূর্ণ রাতে সহজেই পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ফাঁকা বাড়িতে তারা ডাকাতি করতে পারবে। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। তাদের দেখতে পায় দুই সিভিক ভলেন্টিয়ার পিন্টু দাস ও বিট্টু দাস। তাদের সন্দেহ হওয়াতে তারা থানায় খোঁজ দেয়।তারপরেই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম কাঞ্চন বেদ, ভোলা বেদ, রঞ্জন বেদ। বাড়ি মহেন্দ্রপুরের রামপুরে।ধৃতদের জেরা করে ডাকাতির এই পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। এদিন ওই তিনজনকে চার দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।
বৃষ্টির রাতে পুলিশের সাফল্য — তিন দুষ্কৃতী ধরা, বাকিদের খোঁজ চলছে।

Leave a Reply