তিথি ভোজন মেয়ে জন্ম হওয়ায় বাবা মা আনন্দ করে প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের খাওয়ালেন।
রায়না, নিজস্ব সংবাদদাতা:- একুশ শতকের মধ্যে গগনে দাঁড়িয়ে আজও যেখানে সমাজ নারী পুরুষের ভেদা ভেদ আজও যখন কন্যা ভ্রূণ হত্যা হয় সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মেয়েও হবে কন্যা রত্ন দিলে শিক্ষা নিলে যত্ন এই আপ্ত বাক্য কে গুরুত্ব দিয়ে এক অভিনব সমাজ সচেতনতার বার্তা দিলেন রায়না ২ ব্লক এর রায়না ৩ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত বন্দোপাধ্যায়। নিজের সদ্যজাত কন্যা মেহুলির জন্মের খুশিতে আজ লোহাই সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের সাথে আনন্দ ভাগ করে নিলেন। ছাত্র ছাত্রী দের নিজের হাতে খাবার পরিবেশন থেকে শুরু করে আজকের মিড ডে মিলের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন দেবব্রত বাবু। সরকারী একজন আধিকারিক এর এই মহান কর্ম কাণ্ডে খুশি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অভিভাবক থেকে শুরু করে স্থানীয় জন প্রতিনিধি রাও। আজকের এই তিথি ভোজনে বাস্তবিক মিলন মেলায় পরিণত হয়, উপস্থিত ছিলেন রায়না ২ পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, পঞ্চায়েত সমিতির পূর্ত কম্যধক্য সৈয়দ কলিমুদ্দিন, রায়না ৩ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত বন্দ্যোপাধ্যায়, রায়না ৪ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব নন্দী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ভট্টাচাৰ্য, এবং রায়না ৩ ও ৪ চক্রের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
রায়নায় সদ্যজাত কন্যার আনন্দে ছাত্রছাত্রীদের খাওয়ালেন বিদ্যালয় পরিদর্শক দেবব্রত বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply