অক্ষরধাম থিমে ৭২তম বর্ষে হুমগড় দুর্গোৎসবের সূচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানে রঙিন হবে মহল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে দেশপ্রেম ও আত্মত্যাগের এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের গড়বেতার হুমগড় সার্বজনীন দুর্গোৎসব।৭৯তম স্বাধীনতা দিবসের দিনে হুমগড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৭২তম বর্ষের খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার শুভ সূচনা হলো। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহিদ সুনীল কুমার মন্ডলের ধর্মপত্নী শ্রীমতী কৃষ্ণা মন্ডল।
অনুষ্ঠানের শুরুতে কমিটির পক্ষ থেকে শহিদ সুনীল কুমার মন্ডলের আত্মবলিদানের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। উল্লেখ্য চলতি বছরের ২২শে মার্চ ঝাড়খণ্ডের চাইবাসায় নকশাল বিরোধী অভিযানে আইইডি বিস্ফোরণে শহিদ হন সিআরপিএফের ১৯৩ ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর সুনীল কুমার মন্ডল। তিনি ছিলেন গড়বেতা ২ ব্লকের গাছউপড়া গ্রামের ভূমিপুত্র। তাঁর এই সর্বোচ্চ আত্মত্যাগ দেশের মানুষের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে। এই বীর শহিদকে শ্রদ্ধা জানিয়ে তাঁর স্ত্রী কৃষ্ণা মন্ডলের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
পুজো কমিটির যুগ্ম সম্পাদক রাজশেখর পন্ডা ও সঞ্জয় মন্ডল জানান, এবার পুজোর থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির, যার জন্য বাজেট ধরা হয়েছে ১৬ লক্ষ টাকা। পাশাপাশি সাংস্কৃতিক সম্পাদক সৌরভ দাস জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও দুর্গোৎসবের দিনগুলোতে থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ, নাটক এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভরে উঠবে পুজোর মণ্ডপ। এছাড়াও উপস্থিত ছিলেন পুজো কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য সত্যেন্দ্রনাথ দে, স্বপন মন্ডল, অংশুমান পন্ডা, সহ-সভাপতি অমিতাভ গোস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন রতন মুর্মু, সঞ্জয় রুইদাস, দেবব্রত পাঠক, লক্ষ্মণ লোহার, সৌরভ লাহা, পূর্ণেন্দু পাঠক, সন্দীপ গোস্বামী এবং সুব্রত গোস্বামীর মতো কমিটির অন্যতম সদস্যরা, যাঁদের অক্লান্ত পরিশ্রমে এই পুজো সাফল্যমণ্ডিত হয়।
এছাড়াও, এলাকার বিশিষ্ট গুণীজন এবং বহু সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী মানুষেরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অনির্বাণ চট্টোপাধ্যায়, চিত্রশিল্পী অনির্বাণ পাল, সাহিত্যিক শুকরিয়া কুন্ডু এবং সুদূর আসাম থেকে আগত গড়বেতার ভূমিপুত্র রাজিব ঘোষ।
এছাড়াও ৯ নম্বর পিয়াশালা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেণুকা গোস্বামী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *