আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফুটবল টুর্নামেন্ট ঘিরে এখন ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে প্রবল উদ্মাদনা। টুনামেন্টের প্রস্তুতিও চলছে জোড়কদমে। কমিটি সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ই আগস্ট থেকে তাসাটি চা বাগান লেবার ক্লাবের উদ্যোগে ত্রিনাথ সাহা মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি ও বাসু রাউথ মোমোরিয়াল রানার্স আপ ট্রফি ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,কোচবিহার জেলার বিভিন্ন এলাকার মোট ১৬ টি দল ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
ত্রিনাথ সাহা মেমোরিয়াল ট্রফি ঘিরে তাসাটি চা বাগানে প্রবল উৎসাহ।

Leave a Reply