নিজস্ব সংবাদদাতা, মালদা—- জলে ডুবে গেল এক নাবালক জোর চঞ্চল্য পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের কদমতুলী এলাকায়। শনিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ এলাকার ঘটনা, ওই নাবালকের নাম আসিফ শেখ বয়স (১৪), বাড়ির স্থানীয় এলাকায় স্থানীয় লোকেরা খোঁজ চালাচ্ছেন নদীতে যদিও এখন পর্যন্ত কোন খোঁজ মেলেনি ওই নাবালকের।
নাবালকের জলদুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদায়।

Leave a Reply