ইতিহাসের স্মৃতি ধরে রাখতে আজও ১৮ই আগস্টে পতাকা উত্তোলন ও মাল্যদান।

উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- উত্তর ২৪ পরগনার বনগাঁ আদালত চত্বরে ১৮ই আগস্ট পালিত হলো স্বাধীনতা দিবস। এদিন আদালতের আইনজীবী, ল’ ক্লার্ক এবং সাধারণ মানুষের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও মাল্যদান করা হয়।

কিন্তু প্রশ্ন থেকে যায়—কেন ১৮ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়?
ইতিহাস বলছে, ১৯৪৭ সালের স্বাধীনতার সময় বাংলার বিভাজন নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছিল। র‍্যাডক্লিফ কমিশনের নির্ধারিত সীমান্তরেখা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ১৭ই আগস্ট, আর কার্যকর হয় ১৮ই আগস্ট থেকে। সেদিনই বাংলার অসংখ্য মানুষ প্রথম জানতে পারেন, কে ভারতবর্ষে থাকলেন আর কে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলেন। সীমান্তবর্তী বনগাঁ-সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় সেই দিনটিকেই প্রকৃত স্বাধীনতার দিন হিসেবে চিহ্নিত করা হয়।

আজও সেই ঐতিহাসিক দিনকে স্মরণে রেখে স্থানীয় মানুষ ১৮ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে আসছেন। বনগাঁ আদালত চত্বরে এদিনের উদ্‌যাপনও নতুন প্রজন্মের কাছে সেই স্মৃতি পৌঁছে দিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *