জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- কি রাজ্য কি কেন্দ্র দিয়েছে শুধু প্রতিশ্রুতি মেলেনি কোন স্রোহা বঞ্চিত করেছে কামতাপুরী জনজাতিকে উত্তরবঙ্গের জনজাতি কে দিন দিন বোকা বানিয়ে চলছে শোষণ প্রিরন ।মানুষ ভোট দেয় ভোট আসে ভোট যায় ।আশ্বাস দিতে থাকে রাজ্য এবং কেন্দ্র কিন্তু মেলেনি কোন সূরাহা। আগামী দিনের দলকে আরো শক্তিশালী করতে মজবুত করতে লড়াই শক্তিশালী করতে আজকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির নতুন বাজার এলাকায় কমিটি গঠন করা হলো। জলপাইগুড়ি জেলা ১)সভাপতি অধীর বর্মন(২) সম্পাদক আজিজুল রহমান( ৩) ভান্ডারী পরিতোষ রায় এবং জলপাইগুড়ি ব্লক সভাপতি জহিরুল হক ময়নাগুড়ি ব্লক সভাপতি ফানিভুষন রায় সরকার মালবাজার ব্লক সভাপতি সুজন রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিপির সভাপতি অধীর চন্দ্র রায় এবং কেন্দ্রীয় প্রচারক এবং সম্পাদক সন্তোষ কুমার বর্মন
দলকে শক্তিশালী করতে ময়নাগুড়ির নতুন বাজারে কেপিপির সভা।












Leave a Reply