পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হল “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি।
এই ক্যাম্পে উপস্থিত ছিলেন গড়বেতা-৩ ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, সহ-সভাপতি সিরাজুল পাঠানসহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এদিন মূলত এলাকার রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা এবং অন্যান্য পরিকাঠামোগত সমস্যার সমাধানের দিক নিয়ে আলোচনা হয়।
প্রশাসনিক কর্তারা আশ্বাস দেন, মানুষের সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply