নিজস্ব সংবাদদাতা, মালদা : – আবারও গুলির শব্দে কেঁপে উঠলো মালদা। গুলিবিদ্ধ হলো দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। গুরুতর আহত ওই ছাত্রের নাম আবদুল সাহিদ। বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুলের বুকের ডানদিকে গুলি লাগে, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে প্রায় সাড়ে আটটার সময়, মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায়। পরিবারের অভিযোগ, রাতের খাবারের পর বাড়ি থেকে বের হয়েছিল আবদুল, কিছুক্ষণের মধ্যেই ঘটে গুলি চালানোর ঘটনা।
এই ঘটনায় অভিযোগ উঠেছে এক যুবক রাজ সেখের বিরুদ্ধে। পরিবার এবং স্থানীয়দের দাবি, রাজ সেখ হলেন মোথাবাড়ি তৃণমূল ব্লক সভাপতি তহিদুরের ছায়াসঙ্গী এবং তৃণমূল ঘনিষ্ঠ বলেও অভিযোগ উঠেছে।
পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
Leave a Reply