উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- বয়স শুধু সংখ্যা—এই কথাটাকেই সত্যি করে দেখালেন উত্তর ২৪ পরগনার আগরপাড়ার সঙ্গীতা দে। ১৯৯৬ সালে মাধ্যমিক পরীক্ষায় গণিতে অকৃতকার্য হয়ে পড়াশোনার ইতি টেনেছিলেন। তারপর বিয়ে, সংসার, সন্তান… কিন্তু থেমে যাননি স্বপ্ন দেখায়। ২০১৯ সালে ফের মাধ্যমিক, ২০২২-এ মেয়ের সঙ্গে উচ্চমাধ্যমিক, আর এবার একই কলেজ থেকে মেয়ের সঙ্গে বিএ পাশ করলেন ৭৫% নম্বর পেয়ে। মেয়ের নম্বর ৮০%! সংসার সামলে কলেজ, টিউশনি, সেলাইয়ের কাজ আর সংস্কৃতির চর্চা—সব কিছু একসঙ্গে করে দেখালেন যে ইচ্ছা থাকলে পথ মেলে। এবার মা-মেয়ের লক্ষ্য একসঙ্গে সাংবাদিকতা নিয়ে এমএ করা।
ইচ্ছা থাকলে পথ মেলে—মা-মেয়ের একসঙ্গে উচ্চশিক্ষার দৃষ্টান্ত।

Leave a Reply