পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ গনেশ চতুর্থী ভিন রাজ্যে যেমন সাড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী বা গণেশ পূজা তাঁর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার মেছেদায় মুখার্জি পরিবারে ধুমধাম করে পালিত হল গণেশ পূজো। দীর্ঘ ১৯ বছর ধরে গণেশ বন্দনায় সামিল এই পরিবার। একসময় স্বপ্নাদেশ পেয়ে ওই পরিবারের কর্তী পূর্ণিমা মুখার্জি মাটির তৈরি পার্বতী পুত্র গণেশের মূর্তি পূজা করতেন। তৎকালীন তিনি চাকরি জীবনে ছিলেন তবে রিটায়ার্ড হওয়ার পরেও তিনি সেই পুজো বজায় রেখেছেন, আজ ও এই দিনটি এলে তিনি পার্বতীপুত্র গণেশের পূজো করেন সাড়ম্বরে। দেড় ফুট উচ্চতা সম্পন্ন রুপোর গনেশ মূর্তিকে সোনার হার, আংটি, কপালে সোনার টিপ, সহ ধুতি পাগড়ি উত্তরীয় ফুলের মালা দিয়ে তাঁকে সুসজ্জিত করে তোলে মুখার্জী পরিবারের সদস্যরা। তার সাথে মাটির গণেশ মূর্তিও পুজিত হন। এই পুজোয় বহু মানুষ উপস্থিত হন পূজো দেওয়ার পাশাপাশি পুষ্পাঞ্জলি দেন সকলে। মুখার্জি পরিবারের পুজোতে প্রসাদ হিসেবে থালা ভর্তি লাড্ডুই পার্বতী পুত্র গণেশকে ভোগ নিবেদন করা হয়। পাশাপাশি লুচি আলুভাজা কুমড়ো,পটল ভাজা সহ বিভিন্ন ফল দিয়ে ডালি সাজানো হয়। এমনকি প্রত্যেক্যের মঙ্গল কামনায় ২৮টি প্রদীপ জ্বালানোর প্রচলনও রয়েছে।
১৯ বছরের ঐতিহ্য: মুখার্জী পরিবারের গণেশ পূজোয় সোনার অলঙ্কারে রুপোর গণেশ।

Leave a Reply