পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার ভোরে একটি হস্তি শাবকের মৃত্যু হলো মেদিনীপুর বনবিভাগের আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিটের মিরগার জঙ্গলে। শোকস্তব্ধ জঙ্গলমহলবাসী! বনদপ্তরের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বনদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার রাতেই প্রায় ৫০টি হাতির একটি বিশাল দল মিরগা বিটের অধীন শালবনী এলাকায় পৌঁছয়। রাতে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের ঠিক পিছনের মাঠেই ছিল হাতির দলটি। পরে ভোরের দিকে তা শালবনীর মিরগার জঙ্গলে প্রবেশ করে। ওই দলেই থাকা একটি শাবকের মৃত্যু হয় বলে জানিয়েছেন আড়াবাড়ির বনাঞ্চল আধিকারিক বাবলু মান্ডি। বৃহস্পতিবার সকালে তিনি বলেন, “সাধারণত হাতিরা কোন সমস্যা বা দুর্ঘটনার মধ্যে পড়লে চিৎকার করে। ভোর সাড়ে ৩টা-৪টা নাগাদ তেমনই চিৎকার শুনে আমাদের বনকর্মীরা ছুটে যান ওই জঙ্গলে। গিয়ে দেখা যায়, একটি হস্তি শাবকের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের খবর দেওয়া হয়েছে। তাঁরা পৌঁছলেই ময়নাতদন্ত করা হবে। তারপর নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন হবে।” ওই শাবকের বয়স আনুমানিক আড়াই-তিন বছর হতে পারে বলেও জানিয়েছেন তিনি। প্রাথমিক অনুমান, অতিরিক্ত খাবার খাওয়ার ফলেই হস্তি শাবকের মৃত্যু হয়েছে। তবে, ময়নাতদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে বলে রেঞ্জ অফিসার জানিয়েছেন। শালবনীর বাসিন্দা সন্দীপ সিংহ বলেন, “জঙ্গলের মাঝে ওই শাবকের মৃত্যু হয়েছে। তাই এতে মানুষের হাত নেই বলেই মনে হচ্ছে। বনদপ্তর বিষয়টি দেখছে। আমরা সবাই হাতি ঠাকুরের মৃত্যুতে শোকস্তব্ধ!”
শালবনীতে হাতির দলে শোকের ছায়া, প্রাণ হারাল আড়াই বছরের শাবক।

Leave a Reply