আজ করণদিঘী গার্লস হাই স্কুলে জাতীয় ক্রীড়া দিবস পালিত হলো।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ করণদিঘী গার্লস হাই স্কুলে জাতীয় ক্রীড়া দিবস পালিত হলো। প্রতিবছর ২৯শে আগস্ট হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনে দেশজুড়ে এই দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। এই বিশেষ দিনকে কেন্দ্র করে স্কুলে অনুষ্ঠিত হয় একটি রেলি । রেলিটি করণদিঘী গার্লস হাই স্কুল থেকে করণদিঘী হাই স্কুলের মাঠ হয়ে আবার করণদিঘী গার্লস হাই স্কুল এসে শেষ হয় । এর পর চলে বরন অনুষ্ঠান । বরন অনুষ্ঠান শেষ করে শুরু হয় একাধিক ক্রীড়া প্রতিযোগিতা— কাবাডি খেলার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা । ইয়োগা , দড়ি টানাটানি , শটপাট্ , স্কিপিং , বিভিন্ন ধরনের সামাজিক সচেতনা মূলক ছড়া ইত্যাদি ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে নানা প্রতিযোগিতায়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট থেকে রায়গঞ্জ মহিলা থানার L S I Anindita Sarkak CINI থেকে ইউনিট কোঅর্ডিনেটর সুশোভন দাস, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বিনয় Bhattyacharya, ব্লক কোঅর্ডিনেটর বিক্রম সিংহ, ব্লক সহকারি সভাপতি খগেন দাস, ডিস্ট্রিক্ট yoga কোঅর্ডিনেটর এবং আরো অনেকে..
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, খেলাধুলা শুধুমাত্র শরীর সুস্থ রাখে না, বরং মানসিক দৃঢ়তা ও দলগত কাজ শেখায়। তাই ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও সমানভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সমগ্র অনুষ্ঠানটি আনন্দ-উৎসাহে ভরপুর হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *