নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কৃষ্ণনগরে যুবতীর গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত দেশরাজ সিং যুবতীর বন্ধু তার কাঁচরাপাড়ার আপা ধানকল এর বাড়িতে যায় বিজপুর থানার পুলিশ। দেখা যায় যুবকের বাড়িটি তালা মারা অবস্থায় রয়েছে বাড়িতে কেউ নেই। পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকে তদন্ত করে। পাড়া-প্রতিবেশীর মুখে জানা যায় সেই যুবক ও তার পরিবার কাঁচরাপাড়া ভাড়া থাকতেন।
গুলিবিদ্ধ যুবতী মামলায় মূল অভিযুক্তের বাড়ি ফাঁকা, পাড়া-প্রতিবেশীদের মুখে নতুন তথ্য।

Leave a Reply