আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায় জেলায় সাংগঠনিক রদবদল করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আগামী দিনে সাংগঠনিক শক্তিকে আরো মজবুত করতে বদ্ধপরিকর তৃণমূল। তাই সারা রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও সাংগঠনিক ও দলীয় নেতৃত্তের রদবদলের সিদ্ধান্ত গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব। তারই পরিপ্রেক্ষিতে ফালাকাটা গ্রামীন ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষক ও যুব রাজনীতির তরুণ প্রজন্মের নতুন মুখ পেশায় প্রাথমিক শিক্ষক শশীভূষন রায়। সেই সুবাদে বুধবার রাতে জটেশ্বর এক নম্বর অঞ্চল তৃণমূলের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তাঁকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় তৃণমূলের পক্ষ থেকে। এইদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর এক নম্বর অঞ্চল তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান হৃষিকেশ দাস,যুব সভাপতি রঞ্জিত রায়, তৃণমূল নেতা কাশেম আলী, দিলীপ রায়, সমীর ভৌমিক, সাদ্দাম হোসেন, গৌতম রায় প্রমুখ।
জটেশ্বর অঞ্চলে শশীভূষণ রায়কে তৃণমূলের সংবর্ধনা।

Leave a Reply