দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালী এলাকায় পানীয় জল ও লাইটের দীর্ঘদিনের সমস্যাকে কেন্দ্র করে বুধবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চলে অবরোধ এক ঘণ্টা ধরে গ্রামীণ রাজ্য সড়কে অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। এতে যান চলাচল ব্যাহত হয়, ছাত্রছাত্রী ও যানবাহন আটকে পড়ে।
গ্রামবাসী কবিন মিশ্র জানান, “দীর্ঘদিন ধরে এলাকায় উচ্চ পথবাতি লাইট নেই। সরকারি মাট্রু টিউটোরিয়ালের জল আয়রনযুক্ত হওয়ায় খাওয়ার অযোগ্য। বারবার ব্লক প্রশাসন, বিধায়িকা ও পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তাই আজ অবরোধে নামতে বাধ্য হলাম।”
পরে কুশমন্ডি ব্লক প্রশাসন দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
এ প্রসঙ্গে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন, “গ্রামবাসীদের দাবি যুক্তিসঙ্গত। ইতিমধ্যেই প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সমস্ত বিষয়ে খতিয়ে দেখছি এবং দ্রুত সমাধান করা হবে।”
Leave a Reply