বালুরঘাটের নীহারেন্দু মজুমদার: শিক্ষকতা থেকে সাহিত্যচর্চার এক দীর্ঘ যাত্রা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বয়স যেন তাঁর কাছে একটা সংখ্যা মাত্র, এমনটাই ধরা পড়লো বালুরঘাট বিশ্বাসপাড়ার বাসীন্দা নীহারেন্দু মজুমদারের জীবনে। বয়স তাঁর সাতাশি চলছে। শিক্ষকতা থেকে অনেক দিন আগেই অবসর নিয়েছেন, তবুও এই বয়সেও নিয়মিত সাহিত্য সাধনা করে চলেছেন তিনি। ১৯৪৭ সালে ছেলেবেলায় মা অনীতা মজুমদারের সহায়তায় সাহিত্যের প্রতি আকর্ষণ জন্মে। ১৯৬১ – ৬২ শিক্ষাবর্ষে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কবিতা লেখার মাধ্যমেই তাঁর সাহিত্য চর্চা শুরু হয়। এরপর ১৯৮০ সালে ত্রিমোহিনী প্রতাপ চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানশিক্ষক থাকাকালীন অন্তঃসলিলা ফল্গু পত্রিকায় প্রবন্ধ লেখা শুরু করেন। ১৯৯৯ সাল থেকে ছোটগল্প ও উপন্যাস লিখে পাঠ করতেন সোমবারের সান্ধ্যকালীন “সবুজের আড্ডা” – সাপ্তাহিক সাহিত্য পাঠের আসরে। তারপর বালুরঘাটের পাশাপাশি বালুরঘাটের বাইরেও বিভিন্ন পত্রপত্রিকায় ছোটগল্প, প্রবন্ধ, কবিতা, অনুগল্প ও ছড়া নিয়মিত লিখেই চলেছেন। তাঁর লেখা “মন্দাক্রান্তা” – উপন্যাসের বইয়ের পাশাপাশি “বহুরূপা” – গল্প সংকলনের বই প্রকাশিত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *