বেলঘরিয়া, নিজস্ব সংবাদদাতা:- সাধারণ মানুষের বিভিন্ন অসুবিধা দূর করতে চলছেআমাদের পাড়া আমাদের সমাধান শিবির। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিক প্রসূত এই প্রকল্পে প্রথম দিন থেকেই ভালো সাড়া পাওয়া যায়। শুক্রবার কামারহাটি পৌরসভার ৩২নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি কানু দাসের উদ্যোগে দেবাঙ্গন বিয়ে বাড়িতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়। এদিন ৫১ ও ৫২ নম্বর পার্টের সাধারণ মানুষ নিজেদের বিভিন্ন সমস্যা জানাতে শিবিরে ভিড় জমায়। পাশাপাশি এদিন দুয়ারে শিবিরের ও আয়োজন করা হয়। সকাল থেকেই এলাকার মানুষের সুবিধা অসুবিধা নিজে খতিয়ে দেখতে হাজির ছিলেন পৌরপিতা কানু দাস। আগামী ১লা সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ের শিবির অনুষ্ঠিত হবে বলে জানালেন তিনি। এই শিবিরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি।
মানুষের অসুবিধা সমাধানে ব্যাপক সাড়া পেল শিবির।

Leave a Reply