পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার সদর পরিবহন দপ্তরের উদ্যোগে এবং জেলা বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শাখার সহযোগিতায় বাস কন্টাকটারদের লাইসেন্স প্রদান শিবিরের আয়োজন করা হয় শনিবার,এই দিন ৬০ জনের হাতে লাইসেন্স তুলে দেওয়া হয় বলে বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চন্দ্রকোনারোড শাখার সন্তু কারক জানিয়েছেন, এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, MVI টেকনিক্যাল সুজিত মান্ডি,জিয়ারুল আলম, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সরকার,মানস নায়েক,দিব্যেন্দু নায়ক সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।
চন্দ্রকোনারোডে বাস কন্টাকটারদের হাতে লাইসেন্স প্রদান।

Leave a Reply