পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের এক মহিলা স্বাস্থ্য কর্মীকে কাজের চাপ দিয়ে লাগাতার হেনস্থা আর তারপরেই ঘটে অঘটন, আত্মহত্যা করে ওই স্বাস্থ্য কর্মী বলে অভিযোগ।
প্রসঙ্গত দীর্ঘ কয়েকমাস ধরে ওই স্বাস্থ্য কর্মীকে প্রচুর কাজের চাপ বহন করতে হত ,কারণ ওনার কর্মরত সেন্টারে কর্মীর অভাব, তবুও নিজের দায়িত্বে অনড় ছিলেন তিনি, কিন্তু বারবার জেনারেল মিটিং ও নানা জায়গায় ওই মহিলা কর্মীকে ব্লক স্বাস্থ্য আধিকারিক হেনস্থা করেন বলে অভিযোগ,আর সেই চাপ ও অপমান হেনস্থা সহ্য করতে না পেরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে কাটা পড়ে আত্মঘাতী হলেন ওই স্বাস্থ্য কর্মী।
জানা গিয়েছে,ওই স্বাস্থ্য কর্মীর নাম সুস্মিতা সামন্ত,বয়স ২৮ বছর। বাড়ি ময়না এলাকায়।একটি তিন বছরের সন্তান আছে বলেও জানা গিয়েছে।
এই মহিলা স্বাস্থ্য কর্মীর এমন মৃত্যু র প্রতিবাদ জানিয়ে শনিবার পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতাল সংলগ্ন স্বাস্থ্য কর্মীদের অফিসে সামনে ব্লকের সমস্ত হেল্থ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নানা দাবি নিয়ে প্রতিবাদে সামিল হয়।
এমনকি তারা ইমারজেন্সি পরিষেবা ছাড়া বাকি সমস্ত পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন।
ব্লক স্বাস্থ্য আধিকারিকের হেনস্থার অভিযোগে ট্রেনের নিচে ঝাঁপ, প্রাণ হারালেন সুস্মিতা সামন্ত।

Leave a Reply