ভোটের আগে অদিতির বড় পদক্ষেপ, এলাকাবাসীর স্বপ্ন পূরণে সুইমিং পুল উদ্বোধন।

উত্তর ২৪পরগণা, নিজস্ব সংবাদদাতা:-নির্বাচন জেতার পর থেকে একের পর এক চমক দিয়েছেন,কখনও প্রতিমা নিরঞ্জন ঘাট কিংবা কখনো নতুন বালিকা স্কুল তৈরী এবারে সেই মুকুটে নতুন পালক জুড়লেন বিধায়ক অদিতি মুন্সী ; দীর্ঘ বছর ধরে পরে থাকা জমি রূপান্তর হলো সুইমিং পুলে । বিধাননগর কর্পোরেশন, সাংসদ তহবিল এবং বিধায়ক উন্নয়ন তহবিল থেকে তৈরী হলো আন্তর্জাতিক মানের সুইমিং পুল, লোকসভা নির্বাচনের আগে কথা দিয়েছিলেন , পুজোর আগেই এলাকাবাসী উপহার পেলো এই পুল |
এলাকার মানুষের জন্য পুল খুলে দেওয়া হয়েছে , এই কর্মযজ্ঞের উদ্বোধন করেছেন কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম , এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী শ্রী সুজিত বসু ও নিউটাউন এলাকার বিধায়ক শ্রী তাপস চ্যাটার্জী মহাশয়।
মোট সাড়ে ছ কোটি টাকা খরচে গড়ে উঠেছে এই পুল । রাজনীতি তে নবাগতা হলেও ভোটের আগে এই পুলের উদ্বোধন সমারোহ বারবার বুঝিয়ে দিচ্ছে নতুন হলেও রাজনৈতিক ভাবে যথেষ্ট পরিপক্ক হয়ে উঠেছেন অদিতি। কিন্তু এলাকার মানুষ বেশ খুশি এই সিদ্ধান্তে , দীর্ঘদিনের রাজারহাটের বাসিন্দাদের চাহিদা ছিল এই পুল । তাঁদের অনেকেই কৃতজ্ঞতা জানিয়েছেন বিধায়ক কে, রাজনৈতিক মহলে যদিও গুঞ্জন এই সুইমিং পুল নিছকই ভোট রাজনীতির কারণ নয়,
বরং বলা যায় বিরোধী রাজনৈতিক দলের কাছে একটা স্পষ্ট বার্তা, শুধু হোর্ডিং এ নয় ; অদিতি মুন্সী সত্যিই রাজারহাটের “ঘরের মেয়ে ”।

বাকিটা সময়ের অপেক্ষা তবে বিধানসভার দামামা অদিতি মুন্সী বাজিয়ে দিয়েছেন এ কথা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *