মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-স্বচ্ছতা অভিযান রেললাইনে। রেল ডিভিশন ও ইংরেজ বাজার পৌরসভার যৌথ উদ্যোগে মালদা শহর সংলগ্ন প্রায় ৫০০ মিটার রেল লাইনে পড়ে থাকা আবর্জনা ও গজিয়ে ওঠা জঙ্গল সাফাই করল রেল ও পৌরসভা। রথবাড়ি এলাকা থেকে স্টেশন পর্যন্ত রেল লাইনের ধারে বসবাসকারীরা রেল লাইনের উপর ফেলে দেন নোংরা আবর্জনা। স্বচ্ছতা অভিযানের মাধ্যমে এই বিষয়ে সচেতন করা হয় রেললাইন ধারে বসবাসকারীদের। শনিবার সকাল দশটা নাগাদ স্বচ্ছতার অভিযানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি, রেল আধিকারিক প্রদীপ দাস সহ অন্যান্য আধিকারিকরা। ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী ও রেল আধিকারিক প্রদীপ দাস বলেন, স্বচ্ছতা অভিযানে মালদা শহরের প্রায় ৫০০ মিটার রেল লাইন আবর্জনা মুক্ত রাখার অভিযান শুরু হয়। রেল এবং ইংরেজবাজার পৌরসভা যৌথ উদ্যোগে রেল লাইনের ধারে পড়ে থাকা আবর্জনা ও জঙ্গল সাফাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশ, রাজ্য ও শহর পরিষ্কার করার লক্ষ্যে রেল লাইনের ধারে বসবাসকারী বাসিন্দাদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়।
রেললাইনের ধারে আবর্জনা না ফেলতে বাসিন্দাদের সচেতন করল রেল ও পৌরসভা।

Leave a Reply