দক্ষিণ ২৪পরগনা, নিজস্ব সংবাদদাতা:- পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র না মেলায় বাঁধ তৈরিতে সমস্যা হচ্ছে গঙ্গাসাগরের কপিল মুনি আশ্রমের সামনে। এই কথা জানিয়ে আক্ষেপ করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এর আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে টাকা না দেওয়ায় অভিযোগ ছিল।
এবার রাজ্য সরকার বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় বাঁধ নির্মাণ করতে চাইলেও। কেন্দ্রীয় সরকারের পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র মিলছেনা। ফলে সমস্যা বাড়ছে দিনের পর দিন।
এদিকে গঙ্গাসাগরে ভাঙন চলছেই। সমুদ্র ক্রমেই গিলে নিচ্ছে সাগরের তীর্থভূমিকে। গোগ্রাসে দ্বীপভূমিকে গিলছে সমুদ্রের উত্তাল ঢেউ। সমুদ্রসৈকতের ১ থেকে ৬ নম্বর রাস্তা গিলতে গিলতে ভয়াল সমুদ্র ক্রমশ এগিয়ে আসছে কপিলমুনির মন্দিরের দিকেই।
জোয়ার এলে এখন কপিলমুনির মন্দিরের মাত্র ৩০০ থেকে ৩৫০ মিটার দূরেই আছড়ে পড়ে সমুদ্রের উত্তাল ঢেউ। দিন যতই যাচ্ছে, সেই দূরত্ব কমছে তো কমছেই।
Leave a Reply