পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের পার্বতীপুর রবিদাসপুর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ৫৬তম বর্ষ উদযাপন উপলক্ষে- অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সংগীত – নৃত্য এবং সম্মানীয় ব্যক্তি দের মূল্যবান বক্তব্য এর মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্যায়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঘাটাল মহকুমার মহকুমা শাসক- শ্রী সুমন বিশ্বাস, দাসপুরের বিধায়িকা- শ্রীমত্যা মমতা ভূঁইয়া, দাসপুর থানার ওসি- অঞ্জনি তেওয়ারি, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি – সুকুমার পাত্র, ঐ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ- সুনীল ভৌমিক , আশীষ মাজি, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য সহ আরো অন্যান্য অতিথিবৃন্দ।
রক্ত সংগ্রহের জন্য আসেন মেদিনীপুর ব্লাড ব্যাংক।
৫৬তম বর্ষে রবিদাসপুর- পার্বতীপুর সমবায় সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।

Leave a Reply